১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুনাফা বিতরণে ব্যর্থতা, জরিমানার মুখে ৯ কোম্পানির পরিচালক

সাপ্তাহিক রিটার্নে ১৯ খাতের শেয়ারেই লোকসান
-


খড়া কাটিয়ে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। তালিকাভুক্ত ৯টি কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত মুনাফা বিতরণে ব্যর্থ হওয়ায় জরিমানার মুখে পড়ছেন।
দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোকে মুনাফা বিতরণের জন্য সর্বশেষ ১৫ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও তারা শেয়ারহোল্ডারদের কাছে ডিভিডেন্ড পাঠাতে ব্যর্থ হয়েছেন বিধায় কোম্পানিগুলোর পরিচালকদের উল্লেখযোগ্য পরিমাণে জরিমানা আরোপ করছে বিএসইসি।
কোম্পানিগুলো হলো- বিডি পেইন্টস, ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, লুব-রেফ (বাংলাদেশ), কৃষিবিড ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্যাসিফিক ডেনিমস ও কৃষিবিদ সিড। বিএসইসির তথ্যে দেখা যায় দু’বছর আগে ২০২১-২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ।

কিন্তু সিকিউরিটিজ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত মুনাফার অর্থ কোম্পানিগুলো তাদের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেনি।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের জন্য বিএসইসি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুনাফা বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর পরিচালকদের (স্বাধীন পরিচালক ব্যতীত) জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়। তবে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হলেও কমিশন কোম্পানিগুলোকে ঘোষিত মুনাফা বিতরণের সুযোগ দেয়ার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিল। যা ছিল আজ ১৫ ডিসেম্বর, ২০২৪।

ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হলে তাদের ১০ লাখ টাকা থেকে ২ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর আরোপ করা জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে প্রতিদিন ১০ হাজার টাকা করে বাড়তি জরিমানা আরোপ করা হবে।
শেয়ারবাজারের বিধি অনুসারে, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঘোষিত বা অনুমোদিত নগদ মুনাফা বিতরণ করতে হয়। কোনো তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে মুনাফা দিতে ব্যর্থ হলে পরিচালকরা যৌথভাবে এবং একযোগে দায়বদ্ধ হবেন এবং তাদের প্রতিদিন ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

বিএসইসি সূত্রে জানা গেছে, মুনাফা বিতরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বিডি পেইন্টসের পরিচালকদের ৯৭ লাখ টাকা, ওরিজা অ্যাগ্রো ৪৭ লাখ টাকা, সাফকো স্পিনিং ২০ লাখ টাকা, পেসিফিক ডেনিমস ১৩ লাখ টাকা, লুব-রেফ ২ কোটি ৩৫ লাখ টাকা, মামুন অ্যাগ্রো ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ১০ লাখ টাকা, কৃষিবিদ সিড ১০ লাখ টাকা এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ৯১ লাখ টাকা জরিমানা আরোপ করা হতে পারে।
এ দিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে ১৯ খাতের শেয়ারেই দর কমেছে। ফলে এই ১৯ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। সপ্তাহটিতে কেবল বস্ত্র খাতের শেয়ারে ০.৬০ শতাংশ দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত এক সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৬.২০ শতাংশ। ৪.৪০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৪.২০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিউচুয়াল ফান্ড খাত, তথ্যপ্রযুক্তি খাত ও আর্থিক খাত।

লোকসান হওয়া অন্যান্য খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্সে ৩.৯০ শতাংশ, সিরামিকসে ৩.৬০ শতাংশ, পাটে ৩.৩০ শতাংশ, খাদ্যে ও আনুষঙ্গিক খাতে ০.০৩ শতাংশ, ব্যাংক খাতে ২.৭০ শতাংশ, সেবা ও আবাসনে ২.১০ শতাংশ, সিমেন্টে ২.১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্সে ১.৯০ শতাংশ, ট্যানারিতে ১.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি ০.০১ শতাংশ, টেলিকমিউনিকেশনে ১.১০ শতাংশ, ওষুধ ও রসায়নে ১.০০ শতাংশ, প্রকৌশলে খাতে ১.০০ শতাংশ এবং বিবিধ খাতে ১.২০ শতাংশ দর কমেছে।


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল