১৭ হাজার ৯০০ টাকায় মিনিস্টারের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এলো ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভির (মডেল: গও৩২ক৬০ঝঅই) জন্য একটি অফার। এই মাসজুড়ে গ্রাহকরা ২৫,৬৯৯ টাকা মূল্যের এই পণ্যটি মাত্র ১৭ হাজার ৯০০ টাকায় কিনতে পারবেন। এ ছাড়াও থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার যা এই অফারকে আরো আকর্ষণীয় করেছে। স্বস্তির অফারে ‘কোটিপতি হোন’ অফার থাকছে। এই অফারের যেকোনো পণ্য কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই হতে পারেন কোটিপতি অথবা লাখপতি। তাছাড়া পেয়ে যাবেন একটি পণ্য কিনে পণ্য পাওয়ার সুযোগ।
প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য মিনিস্টারের এই অফার বিশেষ সাশ্রয়ের সুযোগ এনে দিচ্ছে। মিনিস্টারের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ, স্টাইলিশ এবং চমৎকার একটি লুক প্রদান করে যা আপনাকে দেবে স্মার্ট টেকনোলজির সেরা অভিজ্ঞতা। এই টিভিতে রয়েছে আই প্রোটেকশন টেকনোলজি, যা দীর্ঘ সময় টিভি দেখার পরেও চোখের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে। এ ছাড়াও আছে সর্বাধিক ভিডিও রেজোলিউশন, শক্তিশালী প্রসেসর যা টিভির কার্যক্ষমতা বাড়ায় এবং দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। দ্রুত সিপিইউ ফ্রিকোয়েন্সি নিশ্চিত করে যে টিভি দ্রুতগতিতে কাজ করবে এবং মেনুতে নেভিগেশন বা অ্যাপস চালানোর সময় কোনো ল্যাগ হবে না। উন্নত গ্রাফিক্স কার্ডের কারণে ভিডিওর ভিজ্যুয়াল কোয়ালিটি আরো ভালো হয় এবং গেমিং অভিজ্ঞতা উন্নত করে। এই টিভি পর্যাপ্ত স্মার্ট টিভির কার্যক্ষমতা উন্নত করে, আর ৮ জিবি ইএমএমসি স্টোরেজ বিভিন্ন অ্যাপ এবং ডেটা সংরক্ষণের জন্য যথেষ্ট। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা