দরপতনে শেয়ারবাজারে বিক্রির চাপ
চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন- বিশেষ সংবাদদাতা
- ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দরপতনের সাথে সাথে দেশের পুঁজিবাজারে লেনদেনে খরা ধরেছে। মন্দায় বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দিচ্ছে। ফলে বিক্রির চাপ বেড়েছে। এই সরকারের আমলে এটি সর্বনিম্ন এবং গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। বেচাকেনা ২৭৮ কোটি টাকায় নেমেছে। তবে ডিএসইর বাজারমূলধন একদিনেই ৫৬ হাজার ৯৬৯ কোটি টাকা ৮.৬০ শতাংশ বেড়েছে। প্রায় ৪৬ শতাংশ কোম্পানি গতকাল দর পতনের শিকার ডিএসইতে। সব সূচকের পতনে শেয়ার বেচাকেনা ১২ কোটি টাকায় নেমেছে। বিক্রির চাপ থাকলেও ক্রেতা নেই বাজারে। সকালের দিকে বাজার ইতিবাচক থাকলেও মাঝপথে এসে পতনে বিক্রির চাপ বেড়ে যায়। ফলে পতনেই বাজার দিনের ইতি টানে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।
দিনের লেনদেনের তথ্য থেকে বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধিতে ছিল দুপুরের আগে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬৩ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক ৭.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯১৫ পয়েন্টে। ওই সময়ে ডিএসইতে মোট ৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আর দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) রোববারের চেয়ে সূচক ১৪.৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে এক হাজার ৯০৪.০৫ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক আরো ২.৬৬ পয়েন্ট কমে এখন এক হাজার ১৫৪.১২ পয়েন্টে নেমেছে। লেনদেনকৃত ৩৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির বা ৩১.৮৯ শতাংশের, দর পতনের শিকার ১৮১টি বা ৪৫.৮২ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার। মোট ৩৯৫টি কোম্পানির ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৭৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৪৬৫ টাকা।
দর বৃদ্ধি, দর পতন ও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
এ দিকে ঢাকা স্টকে গতকাল সবচেয়ে বেশি দর বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা এইচ আর টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭.৮৬ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে ড্রাগন সোয়েটার। এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫.৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫.৪৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, এনার্জিপ্যাকের ৩.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪.৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.৭৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
দর পতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো : এমারেল্ড অয়েল, তাক্কাফুল ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বিআইএফসি, জাহিন টেক্স, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মি. ফা-১, স্কিম-১, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, সিএপিএম বিডিবিএল মি. ফা ও ইউসিবি। আর টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব:, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সেলভো কেমিক্যাল ও বিএসসি।
ব্লক মার্কেটে সাড়ে ৯ কোটি টাকা
ডিএসইর ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ৬৫ লাখ তিন হাজার ২৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৯ কোটি ৫৭ লাখ টাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ছয় প্রতিষ্ঠানের। ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, রেনাটা লিমিটেড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর ৩২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৪৪ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ১৩ লাখ ৭৩ হাজার টাকার এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে সূচকের পতন, লেনদেন বৃদ্ধি
এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব সূচক থেকে পয়েন্ট খোয়া গেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৬.৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ৪৪.৩৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৪৩.০৬ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে।
বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ৩৫ লাখ ৫৯ হাজার ৩৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকায়। যেখানে রোববার লেনদেন হয় ৪ কোটি ৬৫ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে এক কোটি ৬০ লাখ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা