বিএসএমআরএএইউতে স্পেস রোবটিক্স এডুকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাবের (বিএআইআরসি) আয়োজনে স্পেস রোবটিক্স এডুকেশন, রিসার্চ অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ : বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ বিষয়ে একটি কর্মশালা গতকাল আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি এই বিশেষ আয়োজনের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন। কর্মশালার মূল আকর্ষণ ছিল প্রকৌশলী, বিজ্ঞানী ও শিক্ষাবিদ মিজানুল এইচ চৌধুরীর মূল প্রবন্ধ উপস্থাপনা। তিনি এমআইটি জিরো রোবোটিক্স প্রকল্পের চিফ আর্কিটেক্ট, টেকনিক্যাল এক্সপার্ট, প্রশাসক এবং স্টেমএক্স৩৬৫-এর প্রতিষ্ঠাতা। নাসা ও এমআইটিতে তার অসামান্য কাজ মহাকাশ অনুসন্ধানে স্বয়ক্রিয় রোবোটিক্স প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তার বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মহাকাশ রোবোটিক্সের সম্ভাবনা, শিক্ষায় বৈশ্বিক প্রবণতা, গবেষণা, বাংলাদেশের মহাকাশ-প্রযুক্তি খাতে উদীয়মান ভূমিকা এবং দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হওয়ার ও স্টার্টআপ গঠনের সুযোগ সম্পর্কে জ্ঞানার্জন করেছেন। এ ছাড়া কর্মশালায় বাংলাদেশের কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জের বিজয়ীদের সাথে একটি আন্তঃক্রিয়া সেশন এবং রোবোটিক্স ও প্রোগ্রামিংয়ে তরুণ মেধাবীদের নতুন উদ্ভাবনী ধারণা প্রদর্শিত হয়। বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমোডর মো: মঈনুল হাসনাইন সমাপনী বক্তব্য এবং আইকিউএসি পরিচালক এয়ার কমোডর মো. আবদুস সালাম, বিপিপি, পিএসসি (অব:) এর ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা