আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক ৩২ শিক্ষার্থী সরকারি আইন কর্মকর্তা (পি.পি,এডি.পিপি,এপিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। গেস্ট অব অনার ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বারের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। এ ছাড়া আইন বিভাগের শিক্ষক সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ এলামনাই এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা