০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ইউনান মিনজু ভার্সিটির সাথে চবির ইমপ্লিমেন্টেশন প্রস্তাবনা স্বাক্ষর

-

চীনের ইউনান প্রদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় ইউনান মিনজু ইউনিভার্সিটির আমন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চবি প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চীনের কুনমিংস্থ ইউনান মিনজু ইউনিভার্সিটি পরিদর্শন করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম এবং চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ইব্রাহিম হোসেন।

উল্লেখ্য, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতঃপূর্বে সম্পাদিত সমঝোতা স্মারকের আলোকে ইমপ্লিমেন্টেশন প্রস্তাবনা স্বাক্ষরিত হয়। প্রস্তাবনার আলোকে ইউনান মিনজু ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের চীনা ভাষা শিক্ষাদান ও চাইনিজ শিক্ষাথীদের বাংলা ভাষা শিক্ষা প্রদান বিষয়ক এক্সচেইঞ্জ প্রোগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চীনে স্কলারশিপ প্রদান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন ও পরিচালনা বিষয়ক দ্বিপক্ষীয় আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শাও উইকিং এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ডাইরেক্টর অব অফিস ফর ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ অ্যান্ড কো-অপারেশন মিস লিও চেং, ডিন অব স্কুল অব লিটারেচার অ্যান্ড কমিউনিকেশন প্রফেসর ড. ওয়াং গাওজু, ডিন অব স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট প্রফেসর জিওং ইউনবিওয়াউ, ডেপুটি ডিন অব ইন্টারন্যাশনাল স্কুল প্রফেসর টেং ঝিয়াং, ডেপুটি ডিরেক্টর অব অফিস ফর ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ অ্যান্ড কো-অপারেশন ডক্টর ওয়াং কুন, ডেপুটি ডিন, সাউথ অ্যান্ড সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার মিস জিন ই, অফিস ফর ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ অ্যান্ড কো-অপারেশনের প্রজেক্ট ম্যানেজার, মিস টিয়ানটিয়ান এবং বাংলা ভাষার শিক্ষক মিস গাও রুইহং ও জনাব সাগরেদ আল মিশকাত। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement