০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই : চবি ভিসি

-

‘শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার উদ্বোধন এবং চবি জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষ আধুনিকায়ন অনুষ্ঠানে চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় চবি জীববিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয় উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলাউদ্দিন মজুমদার, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নসরুল কাদির, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, রবি আজিয়াটা পিএলসি ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো: আশরাফুল কবির, রবি আজিয়াটা পিএলসি আঞ্চলিক প্রধান মো: ইফতাখারুল আলম, চবি জীববিজ্ঞান অনুষদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement