০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বিএসএমএমইউতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, সেমিনার অনুষ্ঠিত

-

ইন্টারন্যাশনাল ডে অব পার্সন উয়িথ ডিজঅ্যাবিলিটিস বা প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউতে। গতকাল শারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে দিবসটি উদযাপিত হয়। বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বৃদ্ধি করা ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সেলের সভাপতি প্রফেসর ডা: এম এ শাকরের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় র্যালির মাধ্যমে দিবসের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রাক্তন প্রফেসর ডা: মোহাম্মদ মাইনুজ্জামান। পরে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সেলের সভাপতি প্রফেসর ডা: এম এ শাকুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম বেগবান করতে সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দি জুলাই ২৪ ওয়ারিয়র গঠনের প্রস্তাব করেন।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল ইসলাম সেমিনার হলে বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শারীরিক পুনর্বাসন বিভিন্ন বিষয় এবং এর ভবিষ্যৎ নিয়ে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক এবং বিশেষজ্ঞরা আলোচনা করেন। সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত ইয়াসিন আরাফাত শোনালেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসাসেবায় পঙ্গুত্বের দুয়ার থেকে সুস্থ হয়ে উঠার গল্প। তিনি আগস্টে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে কোমরে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে বিএসএমএমইউতে চিকিৎসাসেবা নিতে আসেন হুইল চেয়ারে করে। হাঁটার কথা তো দূরের কথা কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবেন সেটাও কল্পনা করতে পারেননি। তবে বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সেলের সভাপতি প্রফেসর ডা: এম এ শাকুরের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নিয়ে এখন হাঁটতে পারছেন তিনি শোনালেন সেই বিজয়ের কথা।
তিনি তাঁর বক্তব্যে বিএসএমএমইউয়ের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: এম এ শাকুরসহ সংশ্লিষ্ট সব চিকিৎসক, ফিজিওথেরাপিস্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা: এম এ শাকুর জানান, বিএসএমএমইউ-এর বিভিন্ন বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৯৬ জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে-জরুরি বিভাগে ৫৮ জন রোগী, কেবিনে ৫৩ জন রোগী, সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে ১৫২ জন রোগী ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ জন রোগী এবং আইসিইউতে ১০ জন রোগী। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল