সাউদার্ন ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট ৩.০ অনুষ্ঠিত
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জমকালো আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস ফেস্ট ৩.০ ও বিদায় অনুষ্ঠান। ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন আয়োজিত ফেস্টে বিভিন্ন অনুষ্ঠানমালার ছিল।
সোমবার অনুষ্ঠিত এ ফেস্টে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্টের ফাউন্ডার অ্যান্ড সিইও নোমান বিন জহির উদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড এডমিন, একে খান অ্যান্ড কোম্পানির এ কে এম মারুফ হক, বিএসআরএম গ্রুপের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো: ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, সানমার প্রপার্টিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (রিজিওনাল সেলস) নাজিউল ইসলাম শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা