মংলা ইপিজেডে চীনা কোম্পানির ১ কোটি ৯৫ লাখ ডলার বিনিয়োগ
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ বাওরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেড এক কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মংলা ইপিজেডে একটি কম্পোজিট টেক্সটাইল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: আশরাফুল কবীর এবং বাংলাদেশ বাউরুই টেক্সটাইল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুয়াং হুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা