ভারতকে মোকাবেলায় পাইলট ফিসের মতো নিরাপত্তা গড়ে তুলতে হবে : প্রফেসর আব্দুর রব
- ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতের ষড়যন্ত্রের মোকাবেলায় টিকে থাকতে হলে আমাদেরকে পাইলট ফিসের মতো নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, হাঙর যখন ওই ক্ষুদ্র প্রচণ্ড কাঁটাযুক্ত মাছ গিলে ফেলে তখন এর কাঁটাগুলো ভেতরের পর্দাগুলো ছিন্ন ভিন্ন করে দেয়।
শনিবার সকালে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস) যৌথভাবে এ গোল টেবিল বৈঠক আয়োজন করে। এতে অন্যতম বিশিষ্ট প্যানেল আলোচক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তৌহিদ হোসেন।
ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ভারত অনেক বড় দেশ হলেও ২০ কোটি মানুষের এ দেশ জাতি হিসেবে ছোট নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ভয়ঙ্কর স্বৈরাচারকে যে হটাতে পেরেছি এটাই তার বড় প্রমাণ। তাই ভারতের আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে জুলাই বিপ্লবের মতোই ঐক্যবদ্ধ হতে হবে।
এনএসইউ অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে (বিএনপি)র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল (অব:) মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। বৈঠকটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা