অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩১
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের ১৯তম ব্যাচের সাবেক ছাত্র অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহতের ঘটনায় আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল আইআইইউসিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আইআইইউসি ক্যাম্পাসে নিহতের গায়েবানা জানাজা এবং রূহের মাগফিরাত কামনায় জোহর নামাজের পর আইআইউসির কেন্দ্রীয় মসজিদে মুনাজাত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কতিপয় দুর্বৃত্ত ও উগ্রবাদীর সশস্ত্র হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হন। এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। এই নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের ঊর্ধ্বতনরা নিহতের স্বজনদের কাছে ছুটে যান। উল্লেখ্য, নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের চুনতিতে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা