সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩০
সাউথইস্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বিডা সেমিনার হলে একটি অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশে একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের ওপর জোর দেয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন এবং বিডা-এর নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
এই উদ্যোগের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্লাটফর্ম এর সাথে এপিআই ইন্টিগ্রেশন এর মাধ্যমে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠা ও প্রসারিত করার প্রক্রিয়াকে সহজতর করবে। এই পরিষেবাগুলোর মধ্যে রয়েছে স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অনলাইন অ্যাকাউন্ট খোলা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, তহবিল স্থানান্তর এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে উপযোগী পরামর্শমূলক পরিষেবা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য সেবা প্রদানের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন।
নুরুদ্দিন মো: ছাদেক হোসাইন বলেন, ‘সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনীতির বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বমানের আর্থিক সেবা প্রদানে প্রতিশ্রƒতিবদ্ধ। তিনি এই প্রচেষ্টায় অংশীদার হওয়ার সুযোগ প্রদানের জন্য বিডা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন’। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা