ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩০
‘রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করুন’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা গত মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিট বাঁধন-এর সভাপতি ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম, হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা ড. তাসলিমা ফেরদৌস এবং সাধারণ সম্পাদক বাবলী আক্তার মনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা: কাশফিয়া ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হল ইউনিট বাঁধন-এর সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা