শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৯
শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদনব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় গতকাল চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।
চবি ভিসি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। আজকের বিশ্বে কৃষিক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয় বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইঅজও, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুরুল আমিন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী রবিউল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামান ও চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চলনা করেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ ফায়সাল।
সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন শেষে ইঅজও এর সাইন্টিফিক অফিসার মো: রাকিব হাসান ভিসিকে মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা