২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা

-

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিসিক প্লাস্টিক শিল্প নগরী ও বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প পরিদর্শন করেন।
এই সফরের মূল উদ্দেশ্য ছিল চলমান তিনটি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা প্রদান করা। বিসিকের প্রকল্প তিনটি বাস্তবায়িত হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনগুলো, প্লাস্টিক কারখানাগুলো এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্পগুলো পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হবে। এ ছাড়াও এই ৩টি শিল্প খাতে নিয়োজিত উদ্যোক্তাদের কর্ম পরিবেশ উন্নত হবে, দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান তৈরি হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিকের পরিচালক, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্প পরিচালকরা, প্রকল্পের প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফর শেষে, উপদেষ্টা আদিলুর রহমান খান গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্প তিনটি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রকল্প তিনটি বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান স্থানীয় শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা এবং সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সফরটি কেমিক্যাল, প্লাস্টিক এবং মুদ্রণ খাতের উদ্যোক্তাদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement