ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৪
ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করেছে ব্যাংক এশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
দু’টি পর্বে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী প্রত্যেকে ৫ মিনিটের মধ্যে ‘ক্লিনওয়েভ’ নামে একটি প্রস্তাবিত লন্ড্রি সেবার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর ২ মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার, এইচএসবিসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট হোলসেল ব্যাংকিংয়ের হেড শেখ শোয়াইব মোহাম্মদ সিদ্দিক, ডেকো আইশো ভেঞ্চার ক্যাপিটালিস্টের হেড অফ কমিউনিকেশন্স তারিফ মোহাম্মদ খান এবং ইএলসিও ওয়্যারস অ্যান্ড কেবল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক মাহমুদ মতিন।
ফলপ্রসূ ব্যবসায়িক ধারণা প্রদান করে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাশনিমুল আরশাদ তাহমিদ। প্রথম রানারআপের পুরস্কার পান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তানজিম নূর তন্ময় এবং দ্বিতীয় রানারআপ হন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মজুর ই এলাহী তূর্জ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা