ইউনিলিভার বাংলাদেশের পণ্য উৎপাদন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করল বিএসটিআই
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) চট্টগ্রামের কালুরঘাট ফ্যাক্টরি পরিদর্শন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি পরিদর্শক দল। ফ্যাক্টরির উৎপাদন, প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, পরিচালক (সিএম) মো: নূরুল আমিন, পরিচালক (রসায়ন) গাজী মো: নুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) প্রকৌ: মো: নুরুল ইসলাম এবং পরিচালক (চট্টগ্রাম) মো: সাইফুল ইসলাম। পরিদর্শনকালে তারা অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত সুশৃঙ্খল উৎপাদন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। ইউনিলিভার বাংলাদেশের ফ্যাক্টরি পরিচালক সোমনাথ চৌগুলে এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স হেড ও কোম্পানি সচিব মো: নাহারুল ইসলাম মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা