২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

-

শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতকল্পে পূবালী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে দুই সহস্রাধিক অংশগ্রহণকারী সরাসরি ও ভার্চুয়াল উভয় মাধ্যমে অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক, নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নির্বাহী পরিচালক মো: মেজবাউল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মো: মনজুরুল ইসলাম মজুমদার। পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মো: শাহনেওয়াজ খান ও মো: আনিসুজ্জামান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের এডিশনাল ডিরেক্টর সুরভি ঘোষ এবং ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের জয়েন্ট ডিরেক্টর মাহমুদা হক। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement