সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ আলোচনা সভা
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩০
২৩ নভেম্বর, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহীদসহ সব শহীদ ও আহতদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গকতাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, ব্যারিস্টার শাইখ মাহদী। সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান, অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক সাইয়্যেদ আব্দুল্লাহ, প্রোভিসি অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন এবং আহ্বায়ক, অনুষ্ঠান উদযাপন কমিটি, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বক্তব্য রাখেন।
এ ছাড়া শহীদ পরিবারের সম্মানিত সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের হাতে বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।