২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আইআইইউসির নবীনবরণে ড. আলী আজাদী

গুণগত শিক্ষার সাথে প্রকৌশলীদের নৈতিকতার জ্ঞানার্জন করতে হবে

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, গুণগত শিক্ষার সাথে প্রকৌশলীদের নৈতিকতার জ্ঞানার্জন নিতে হবে।
আইআইইউসির ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। ইটিই ক্লাবের প্রেসিডেন্ট মো: মোস্তফা আমির ফয়সালের সভাপতিতে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী, ইটিই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম রূপম এবং সূচনা বক্তব্য রাখেন ইটিই ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফিন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, সাফল্যের জন্য লক্ষ্য থাকতে হবে। কঠোর পরিশ্রম উন্নতির শীর্ষে নিয়ে যায়। তিনি বলেন, জীবন একটি চলমান নদীর মতো, চলমান নদীর মতো বাঁকে বাঁকে অনেক প্রতিকুলতায় জীবন পার করতে হয়। জীবনের বাঁকে বাঁকে অনেক কিছুর অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু শিখে অনেক কিছু অর্জন করে আমাদের চলে যেতে হবে। যা কিছু অর্জন করি না কেন কিছুই থাকবে না, শুধু থাকবে সত্যবাদিতা ও মানুষের উপকার করা। আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত জাতির সেবা করা। ইটিই একটি সম্ভাবনাময় খাত, যেখানে কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত। শুধু প্রয়োজন মানসম্মত শিক্ষাঅর্জন নিশ্চিত করা। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement