ছওয়াব আন্তর্জাতিক এনজিও মেলায় মানবিক সাফল্য প্রদর্শন করেছে
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩০
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ২১ থেকে ২৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক এনজিও মেলায় অংশগ্রহণ করেছে। ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়ন (ইউএনআইডব্লিউ) এবং তুরস্কের ভলান্টারি অর্গানাইজেশনস ফাউন্ডেশনের (টিজিটিভি) আয়োজনে এই মেলায় ৬০টি দেশের ২০০টিরও বেশি এনজিও অংশগ্রহণ করেছে। মেলাটি বৈশ্বিক সহযোগিতা বাড়নো এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
ছওয়াবের স্টল (এ২-৬১) আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য মনোযোগ পেয়েছে। বিশেষত, ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়নের (ইউএনআইডউি) সদস্যরা, যার মধ্যে ছিলেন এর মহাসচিব এবং কাউন্সিল সদস্যরা, ছওয়াবের বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করেছেন।
ড. শরিফুল ইসলাম লাবলু, নাহার-ইউএসএ (নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ডের (রিলিফ) নির্বাহী পরিচালক, ছওয়াবের স্টলে উপস্থিত হয়েছিলেন এবং এর মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সহযোগিতার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মেলার উদ্বোধনী ভাষণে ইস্তাম্বুলের গভর্নর দাউত গুল সঙ্কট মোকাবেলা, শরণার্থী সহায়তা এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনজিওগুলোর ভূমিকা তুলে ধরেন। তিনি যুবসমাজের ক্ষমতায়ন ও পরিবারকে শক্তিশালী করার মাধ্যমে শক্তিশালী জাতি গঠনে সিভিল সোসাইটির গুরুত্ব উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।