বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে
- রাজশাহী ব্যুরো
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩০
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও আইনের সংস্কার করতে হবে। তার ভিত্তিতে এমন নির্বাচন ব্যবস্থা আয়োজন করতে হবে, যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। নতুন নির্বাচন কমিশন (্ইসি) হয়েছে। এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে আর কেউ আপনাদের (ইসি) ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। বৈষম্যহীন রাষ্ট্র যদি পেতে চাইলে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান। এ ফ্যাসিস্ট সংবিধান নয়। গতকাল রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক গণসংলাপে তিনি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু। সঞ্চালনা করেন জেলার সদস্য সচিব জুয়েল রানা। গণসংলাপে রাজশাহীর শিক্ষার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।