২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জসীম উদ্দিন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি ও সিইও

-

রাষ্ট্্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে মো: জসীম উদ্দিন গতকাল যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। মো: জসীম উদ্দিন ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, জোনাল হেড, বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং হেড অফিসের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিএম পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োজিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement