উত্তরায় ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন জামায়াতের
- নিজস্ব প্রতিবেদক
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:২৩
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়কেন্দ্র স্থাপন করেছে জামায়াতে ইসলামী। উত্তরা মডেল থানার যুব বিভাগ এটি পরিচালনা করছে। গতকাল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ হু হু করে বেড়ে যাচ্ছে। বর্তমান সরকার জিনিসপত্রের দাম দ্রুত সহনশীল পর্যায়ে নিয়ে আসবে- এমন প্রত্যাশা করে তিনি বলেন, তারা চেষ্টা হয়তো করছেন, কিন্তু আমাদের দেশের মানুষ নামের কলঙ্ক, কিছু অমানুষ-যাদের রাজনৈতিক পরিচয় আছে, তাদের বিভিন্ন সামাজিক পরিচয় আছে, তারাই বাজার ও পরিবহন সিন্ডিকেট করে বাজারকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সেলিম উদ্দিন বলেন, আমরা আপনাদের ব্যর্থতা চাই না। আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসবে- আমরা এটা চাই না। আমরা আপনাদের পাশে আছি। কারা বাজারে বারবার জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে এবং কি কারণে দাম নিয়ন্ত্রণ হচ্ছে না তা খুঁজে বের করতে সেনাবাহিনী ও যৌথবাহিনীর মাধ্যমে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
থানা যুব বিভাগের সভাপতি আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানার আমির অ্যাডভোকেট মো: ইব্রাহিম খলিল, মডেল থানার নায়েবে আমির হারুন অর রশীদ তারেক, জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী সমাজসেবক মাহফুজুর রহমান প্রমুখ।