মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৪
বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। একক ও দলীয় নৃত্য, সঙ্গীত আর নানাবিধ আয়োজনে মুখরিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষায়তনটির ১৩ নম্বর সেক্টর ক্যাম্পাসে অধ্যয়নরত ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাস থানার থানা শিক্ষা অফিসার শাহীনা আক্তার। ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহকারী শিক্ষা অফিসার আজিজা আক্তার, মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব:) নুরন্ নবী, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো: মাসুদ আলম প্রমুখ। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ১৩ নম্বর সেক্টর ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) পরিচালক ও ইনচার্জ মিসেস খুরশীদ জাহান চৌধুরী। বিজ্ঞপ্তি।