০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

এইউবিতে ইসলামে দারিদ্র্যবিমোচন : নীতি ও অনুশীলন শীর্ষক সেমিনার

-

বুধবার এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাসে ‘ইসলামে দারিদ্র্যবিমোচন : নীতি ও অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আসিফ হাসান রাজু। সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম ।
প্রধান অতিথি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ইসলাম দারিদ্র্যবিমোচনের জন্য একটি সুনির্দিষ্ট নীতি এবং কৌশল প্রদান করেছে, যা মানবসমাজে ন্যায়বিচার, সাম্য এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।
মূল আলোচক মো: আসিফ হাসান রাজু বলেন, ইসলামের নীতিমালা শুধু জাকাত বা দান-খয়রাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক সাম্যতা ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো: নূরুল ইসলাম বলেন, ইসলামের দারিদ্র্য দূরীকরণ কৌশলপদ্ধতি মানবরচিত মতবাদগুলোর তুলনায় অপ্রতিদ্বন্দ্বী। কৌশলগুলোর মধ্যে রয়েছে সুদের মূলোৎপাটন। কেননা সুদ অর্থনীতিকে ধ্বংস করে এবং মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে। সেমিনারটি সঞ্চালনা করেন সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ওসমান গনি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement