ঘরে বসেই অনলাইনে ফি জমা করতে পারবেন চবি শিক্ষার্থীরা
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ও সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে ৬ নভেম্বর সোনালী ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মো. মুসা খান ও চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাস এবং চবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা