র্যানকন মোটরস লিমিটেডের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
অটোমোবাইল ব্র্যান্ড- মার্সিডিজ-বেঞ্জের পরিবেশক র্যানকন মোটরস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ এবং র্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান ৬ নভেম্বর রাজধানীর তেজগাঁওস্থ র্যাংগস ব্যাবিলোনিয়ায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড হোল্ডাররা (ভিসা সিংনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ও মাস্টারকার্ড টাইটেনিয়াম) সার্ভিসিংয়ের ওপর ১০ শতাংশ এবং র্যানকন মোটরস লিমিটেড থেকে যন্ত্রাংশ কেনার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। অফারটি শুধু মার্সিডিজ-বেঞ্জের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তি।