০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, empty
`

কোয়ালিটি ফিডসকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

-

কোয়ালিটি ফিডস লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া ডিজিটালাইজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় কোয়ালিটি ফিডস লিমিটেড ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অত্যাধুনিক কাউন্টার সলিউশন-ইউনিভার্সাল কালেকশন প্ল্যাটফর্মের সুবিধা কাজে লাগিয়ে তাদের কালেকশন এবং রিকনসিলিয়েশন কার্যক্রম আরো সহজ ও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।
৩০ অক্টোবর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কোয়ালিটি ফিডস লিমিটেডের ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এম বাসির রহমান এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কোয়ালিটি ফিডস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার মো: মোহিব্বুর রহমান খান এবং গ্রুপ করপোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার মো: জহিরুল ইসলাম। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, হেড অব রিজিওনাল করপোরেট-ঢাকা আবু সাদাত চৌধুরী এবং হেড অব রিলেশনশিপ ইউনিট তৌহিদ সারওয়ার। বিজ্ঞপ্তি।

 

 

 


আরো সংবাদ



premium cement