০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

শহীদ সেলিম বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

-

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে দেশের বাছাইকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশ নেয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে ৪ নভেম্বর ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বাবা-মা এর নামে ৫০ লাখ টাকার শফিউদ্দিন-তসরিফা স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ, জায়ান্ট গ্রুপের চেয়ারম্যান ফিরোজ হাসান, মিসেস শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ মো: সেলিম তালুকদারের বাবা মো: সুলতান তালুকদার। ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খানের অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণে শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা এবং নেতৃত্ব বিকাশের জন্য উৎসাহিত করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement