০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

চট্টগ্রামে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

-

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল শনিবার ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতরের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রামের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমবায় দফতরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো: আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ।
অনুষ্ঠানে সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন রূপালী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মো: আবুল কাশেম, হিলভিউ সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক বিউটি আক্তার, বাংলাদেশ বুক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপক মো: রফিক, পদ্মা অয়েল কোম্পানি এমপ্লয়িজ আরবান কো-অপািেটভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো: শাহ আজিজ, ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সদস্য এবং অবসরপ্রাপ্ত থানা সমবায় অফিসার শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে সর্বস্তরের দুর্নীতি বিনাশ করতে হবে। তিনি বহু প্রতিবন্ধকতার স্বত্বেও সমবায় প্রতিষ্ঠানগুলোর আজকের অবস্থানে উঠে আসার জন্য প্রশংসা করেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম বলেন সমবায়ের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ায় নীতি-নির্ধারকদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলার স্থানীয় অভিভাবক হিসেবে আমার কাছে সমবায় দফতর যদি কোনো দাবি বা প্রস্তাব তুলে ধরেন তাহলে তা সংশ্লিষ্ট মহলের নিকট সুপারিশসহকারে প্রেরণের ব্যবস্থা করবো। তিনি সততার সাথে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement
‘জয় বাংলা’ স্লোগান দেয়া সেই সিভিল সার্জন এবার বাধ্যতামূলক অবসরে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ১ জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

সকল