ইমাম-মুয়াজ্জিনদের জন্য চাকরি নীতিমালা করতে হবে : মাসুদ সাঈদী
- ০৩ নভেম্বর ২০২৪, ০১:৩৬
পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কর্তৃক আয়োজিত উপজেলা ইমাম সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেছেন, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য চাকরি নীতিমালা করতে হবে।
সময়ের দাবি অনুযায়ী খুতবার বিষয়বস্তু নির্ধারণ করার আবেদন জানিয়ে উপস্থিত ইমামদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, সমসাময়িক অবস্থা ও ঘটনাবলি এবং উদ্ভূত পরিস্থিতি সামনে রেখে খুতবার ভাষণ প্রস্তুত করা প্রয়োজন। পূর্বপ্রস্তুতি নিয়ে খুতবা প্রদান প্রয়োজন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জিয়ানগর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল হোসেনের সঞ্চালনায় উপজেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম সমিতির পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো: হারুন অর রশিদ, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা শওকত আলী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইয়াহইয়া হাওলাদার, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলার উপদেষ্টা মো: হাবিবুর রহমান, ইমাম সমিতির জিয়ানগর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো: আলী হোসেন, উপদেষ্টা মো: তৌহিদুর রহমান রাতুল, উপদেষ্টা মাওলানা মো: ছারোয়ার হোসেন মোল্লা। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা