জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা
- ০৩ নভেম্বর ২০২৪, ০১:৩৬
এনইউএসডিএফের উদ্যোগে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও করপোরেট নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ‘এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট’ শীর্ষক দক্ষতা উন্নয়ন সম্মেলন ও চাকরি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে শুধু মানব নয় বরং মানবশক্তিতে রূপান্তর হওয়ার তাগিদ দেন। তিনি আরো বলেন, ‘দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজেই দক্ষতা উন্নয়নের এই প্রয়াস শুরু করার এবং অব্যাহত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
মেলায় বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার ও কিরন এর সিইও তাজদিন হাসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস এবং মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, নেসলে বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত শিক্ষাবিদ আয়মান সাদিক, আকিজবসির গ্রুপের হেড অব মার্কেটিং শাহরিয়ার জামান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহমুদ, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরীসহ আরো অনেকে। এ ছাড়াও বিশেষ চমক হিসেবে উপস্থিত হয়েছিলেন মার্কেটেল বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা: শরিফুল ইসলাম দুলু। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা