০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসকে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

-

বহুজাতিক নির্মাণসামগ্রী কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের আর্থিক ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এ চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গকে বিভিন্ন ধরনের বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে, যেগুলোর মধ্যে রয়েছে অর্থ সংগ্রহ, পরিশোধ এবং রিকনসিলিয়েশন সুবিধা।
২৮ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর টেরেন্স ওং কিয়ান হক এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অ্যান্ড সিএফও জসিম উদ্দিন চৌধুরী এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক সিএমএ এফসিএ।
অন্য দিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ঢাকা রিজিওনাল করপোরেটের এরিয়া হেড আবু সাদাত চৌধুরী। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement