৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

তৃতীয় প্রান্তিক শেষে ইউসিবির কর-পরবর্তী নিট মুনাফা ২৬২ কোটি টাকা

-

সম্প্রতি রাজধানীর গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৫০১তম পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির। ভাইস-চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। তৃতীয় প্রান্তিকের হিসাব বিবরণী মতে, ইউসিবি ২০২৪ সালের প্রথম ৯ মাসে নিট মুনাফা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর পরিশোধের পর ব্যাংকের নিট মুনাফা ২৬২ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৯৯ কোটি টাকা বেশি। পর্ষদ সভায় জানানো হয় যে, ইউসিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১.৭৫ টাকা হয়েছে, যেখানে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.০৮ টাকা থেকে ২৯.৪৬ টাকা বেড়েছে। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement