বিমানবাহিনী প্রধানের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল হযজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া।
এ সময় বিমান বাহিনী প্রধান বিমান বন্দরে বাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিমান বাহিনী প্রধানের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), সদস্য (নিরাপত্তা), প্রধান প্রকৌশলী এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা