৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

উত্থানেই ৯০ শতাংশ চাপ ক্রেতার : বিক্রেতার সঙ্কট

-

- ক্রেতাদের দৃষ্টি এ এন ও জেড শ্রেণির কোম্পানির শেয়ারে
- ডিএসইর বাজারমূলধন ১.২৬ শতাংশ বৃদ্ধি

বড় ধরনের পতনের জাল থেকে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের পুঁজিবাজার দীর্ঘ সময় পর বের হলো। তবে এই বের হওয়াতে স্বস্তি পায়নি বিনিয়োগকারীরা। যদিও বেশ লম্বা সময়ে দর পতনে শেয়ার দর কমে যাওয়ায় এবং গতকাল বাজার আবার উত্থানে ক্রয় চাপ ৯০ শতাংশে উন্নীত হয়। কম দামে শেয়ার কেনার জন্য মরিয়া হয়ে উঠে। কিন্তু বাজার বিক্রেতার সংখ্যা ছিল মাত্র ১০ শতাংশ। ফলে বেচাকেনায় বেশ ভাটা পড়েছে। ডিএসইর প্রধান সূচক ১১৮.৮০ পয়েন্ট সূচকে যোগ করেছে। আর সিএসইর সিএএসপিআই ফিরে পেল ১৯৬.১৮ পয়েন্ট। বড় উত্থানে ডিএসইতে ৭৮.৯৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে গতকাল। ডিএসইর বাজার মূলধন ১.২৬ শতাংশ বা আট হাজার ৮২ কোটি টাকা ফিরল।
দুই বাজারের লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫২.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৯৫১ পয়েন্টে। ওই সময়ে ডিএসইতে মোট ৮১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

ডিএসইর সূচক বা ‘ডিএসইএক্স’ ১১৮.৮০ পয়েন্ট ফিরে আসায় একন পাঁচ হাজার ০১৭.৩২ পয়েন্টে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৬.২০ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৩.৬৬ পয়েন্টে আর ‘ডিএসই-৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে এখন এক হাজার ৮৫৮.২৭ পয়েন্টে উঠে এসেছে। ১৫ কোটি আট লাখ ৯৩ হাজার ১৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ২৯৪ টাকায়। আগের দিন সোমবারের চেয়ে লেনদেন ১১ কোটি টাকা কমেছে। ওইদিন ৩৫৭ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়। এমনকি শেয়ার বেচাকেনাও কম হয়েছে। ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩১২টির বা ৭৮.৯৮ শতাংশের, দর পতনে ছিল ৫৭টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেটে পৌনে ১৪ কোটি টাকার ট্রেড: ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ২১টি কোম্পানির ৪৫ লাখ ৩৩ হাজার ৬৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছিল ১৪ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৮ কোম্পানির শেয়ার। আর এসব হলো, বেক্সিমকো, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আলহাজ টেক্সটাইল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকারও বেশি। আবার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়ার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৯৭ লাখ ৭২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬১ লাখ ২১ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫৩ লাখ ৯০ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টকে সেঞ্চুরিতে সূচকে পয়েন্ট ফিরল: চট্টগ্রাম স্টকে গতকাল তিনটি সূচকই গড়ে সেঞ্চুরির বেশি হারে পয়েন্ট ফিরে পেয়েছে। ৫৬.৬৬ শতাংশ কোম্পনির শেয়ার দর বেড়েছে। সিএএসপিআই সূচক ১৯৬.১৮ পয়েন্ট, সিএসসিএক্স ১২১.৯৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮১.৯৪ পয়েন্ট ফিরে পেয়েছে। আর সিএসই-৫ সূচক পেয়েছে ১৮.৬৭ পয়েন্ট। সিএসসিএক্স এখনো সাড়ে ৮ হাজার পয়েন্টের কিছু বেশি এবং সিএএসপিআই সূচক ১৪ হাজার পয়েন্টের কিছু বেশি পয়েন্টে আছে। লেনদেনে অংশ নেয়া ১৮০টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধিতে ১০২টি. দর পতনে ৫০টি এবং দর অপরিবর্তিত ২২টি কোম্পানি। ৫১ লাখ ৬১ হাজার ২৪৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ১০ কোটি আট লাখ ২৫ হাজার ৫৪০ টাকা বাজারমূল্যে।
জেড শ্রেণীতে নামল দুই কোম্পানি: এ দিকে তালিকাভুক্ত দুই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত কোম্পানি দুটি হলো দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি ও মেট্রো স্পিনিং লিমিটেড বলে ডিএসই তথ্য প্রকাশ করেছে।
ডিএসই বলছে, কোম্পানিটির শেয়ার ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই। গতকাল থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। কোম্পানি দুইটি চলতি হিসাব বছর এবং বিগত হিসাব বছর অর্থাৎ পরপর দুই বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এ ক্ষেত্রে বিএসইসির আইন অনুযায়ী দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি ও মেট্রো স্পিনিং লিমিটেড ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প গাজীপুর জেলা পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ স্বর্ণের দামে নতুন রেকর্ড ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সকল