৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

ওয়াসার এমডির সাথে রিহ্যাব নেতাদের বৈঠকে ৫ দফা দাবি উত্থাপন

-

নির্মাণাধীন ভবনে ওয়াসা বিলের হয়রানি বন্ধ এবং নতুন ট্যারিফের দাবিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমানের সাথে বৈঠক করেছেন রিহ্যাব নেতারা। গতকাল ওয়াসা কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে রিহ্যাবের পক্ষে প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান প্রতিনিধিত্ব করেন। বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এবং রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার মো: মহসিন মিয়া, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ ও মো: আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ৫ দফা দাবি তুলে ধরে বলেন, ওয়াসা বিলে দুটি ট্যারিফ রয়েছে অর্থাৎ আবাসিক ও বাণিজ্যিক। নির্মাণাধীন প্রকল্পে বাণিজ্যিক হিসেবে বিল পরিশোধ করতে হয়, কিন্তু নির্মাণাধীন প্রকল্পের পানি ব্যবহার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবহার একই ধরনের নয়। এ জন্য নির্মাণাধীন প্রকল্পের জন্য আবাসিক ও বাণিজ্যিক ট্যারিফের মাঝামাঝি রেট নির্ধারণের দাবি জানান তিনি।
মো: ওয়াহিদুজ্জামান বলেন, খালি প্লটে নির্মাণকালীন সময়ে স্যুয়ারেজ লাইন থাকে না এবং পুরাতন স্থাপনা ভেঙে নতুন ভবন নির্মাণকালীন সময়ে সুয়্যারেজ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই সময়ে অস্থায়ী টয়লেট তৈরি করে নির্মাণ কাজ পরিচালনা করা হয়। এসব ক্ষেত্রে যেখানে ব্যবহৃত পানি সুয়্যারেজ লাইনে প্রবেশের কোনো সুযোগ থাকে না তথাপি ওয়াসাকে নির্মাণকালীন সময়ে স্যুয়ারেজ ব্যবহার না করেও দ্বিগুণ হারে বিল পরিশোধ করতে হয় যা যুক্তিযুক্ত নয়। নির্মাণাধীন প্রকল্পের জন্য স্যুয়ারেজ বাদে বিল ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা কুষ্টিয়ায় আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশে ইসলামি পরিবেশ আসবে : খলীল আহমদ কাসেমী আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প গাজীপুর জেলা পরিষদ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান বেতাগীতে নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অর্ধেক ভোটার : জরিপ স্বর্ণের দামে নতুন রেকর্ড ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সকল