এলজিইডির ক্রিলিক আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণের উদ্বোধন
- ৩০ অক্টোবর ২০২৪, ০২:১৯
এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ গতকাল শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপাল কৃষ্ণ দেবনাথ এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো: আব্দুল হাকিম ও আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম। এ সময় উপস্থিত ছিলেন ক্রিম-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো: আব্দুল খালেক, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থাপনা করেন এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডাইরেক্টর এ কে এম লুৎফর রহমান, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইডিসি-ক্রিলিকের সিনিয়র স্পেশালিস্ট অইভিন্দ হোমড্রন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলজিইডি ভোলা, বরগুনা, সাতক্ষীরা জেলা সদর ও বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং এলজিইডির সদর দফতরের বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রকৌশলী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা