ডিএইচএল পরিবেশবান্ধব উদ্যোগের সাথে যুক্ত হলো ইস্টার্ন ব্যাংক
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএলি) লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ডিএইচএল এর ‘গো-গ্রিন প্লাস’ উদ্যোগের সাথে যুক্ত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করা।
রাজধানীর ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে গতকাল এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: মিয়ারুল হক।
দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইবিএল ডিএইচএলের এই পরিবেশবান্ধব কর্মসূচির সাথে যুক্ত হলো। কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের নেটজিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো-গ্রিন প্লাস প্যাকেজ-সহায়ক ভূমিকা পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম খোরশেদ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান সাইফুল ইসলাম এবং ডিএইচএলের জিএমএনসি কমার্শিয়াল বিভাগ প্রধান মো: হায়াতুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা