২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাঠাও ফেস্ট-এ জিতে নিন গোল্ড

-

শুরু হচ্ছে পাঠাও ফেস্ট ২০২৪! ১৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী চলবে এই ফেস্ট, থাকছে আকর্ষণীয় সব অফার, পুরস্কার ও অনুষ্ঠান। দারুণ সব অ্যাকটিভিটির মধ্যে আছে, অক্টোবর ১৪ থেকে ২২ তারিখ পর্যন্ত পাঠাও গোল্ডেন স্ট্রিক-এ। যারা একদিনে কমপক্ষে চারটি পাঠাও কার, বাইক কিংবা কার ইউজ করবেন, তারা পেয়ে যাবেন গোল্ড জেতার সুযোগ। প্রতিদিন দুজন করে বিজয়ী ঘোষণা করা হবে এবং সব বিজয়ীর জন্য একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে টিউনস অ্যান্ড ট্রিটস। উপস্থাপক ও লাইভ পারফর্ম করবেন জনপ্রিয় মিউজিশিয়ান আহমেদ হাসান সানি, সাথে অতিথি হিসেবে থাকবেন সালমান মুক্তাদির, সুনিধি নায়েক, তাসনিয়া ফারিন, রায়হান ইসলাম শুভ্র, তাশফি, ইরফান সাজ্জাদ এবং আমরিন তাসনিম জায়মা। তাদের সাথে চলবে আড্ডা ও টিউন গেস করে কমেন্ট করার মাধ্যমে ফুড ভাউচার জেতার সুযোগ।

এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিতে ১৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে হিডেন ট্রেজার! দুপুর ২টা থেকে ৩টা পাঠাও ফুড অর্ডারে ও পাঠাও কার রাইডে সারা দিন থাকছে বিশেষ ভাউচার। সারপ্রাইজ ডিসকাউন্ট পেতে পাঠাও ফুড-এ এনভেলপ ইমোজিসহ আইটেম ও পাঠাও কার রাইডে গাড়ির ভেতর এনভেলপ খুঁজে বের করতে হবে। এ ছাড়াও থাকছে ফ্ল্যাশ আওয়ার। দুপুর ১১টা থেকে ৫টা পর্যন্ত পাঠাও বাইক ও কার-এ থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট, আর ৪টা থেকে ৫টা পর্যন্ত পাঠাও ফুড-এ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। তাই ফেস্ট চলাকালীন সময়ে রাইড রিকোয়েস্টে কিংবা খাবার অর্ডারে সেভিংস হবে মাস্ট! এ ছাড়াও সর্বোচ্চ ৫ স্টার রেটিং প্রাপ্ত পাঠাও বাইক, কার ও ফুড রাইডারদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। রাইডাররাও পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন গোল্ড ও নগদ টাকা। পাঠাও ফেস্ট ২০২৪ সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা স্টল ভাড়া কমানোর দাবিতে সৃজনশীল প্রকাশকদের অনশনের ডাক মহিপালে গণহত্যা : আ’লীগের ৩ নেতা গ্রেফতার মিয়ানমারের রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত

সকল