অঞ্চলভিত্তিক শিল্পায়নকে গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে : শিল্প উপদেষ্টা
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
জাতীয় মানোন্নয়ন নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়ে শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জাতীয় মানোন্নয়ন নীতিমালা করা প্রয়োজন। এ নীতিমালায় দেশের অঞ্চলভিত্তিক এবং চাহিদাভিত্তিক মান প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করতে হবে।
সোমবার রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব মান দিবস- ২০২৪ উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে-মান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রশাসক মো: হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশ্ব মান দিবসের আলাচনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ, আমদানি ও রপ্তানিকারকসহ মান প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা বলেন, কিভাবে দ্রুত মানোন্নয়ন নীতিমালা প্রণয়ন করা যায় সে লক্ষ্যে বিএসটিআইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা যত দ্রুত সম্ভব করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে।
মূল প্রবন্ধে ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, আমাদের একটি জাতীয় মানোন্নয়নের রূপরেখা করা দরকার। এর মধ্যে থাকবে অঞ্চলভিত্তিক শিল্পায়ন, জাতীয় চাহিদাকেন্দ্রিক মান, বাজার নিয়ন্ত্রণ, বাজারে চাহিদা ও সরবরাহ ঠিক রাখা, সামাজিক বিষয়সমূহ, হাওরের রাস্তা থেকে ভবন নির্মাণ সবকিছুই জাতীয় মানোন্নয়ন নীতিমালায় থাকতে পারে। বিজ্ঞপ্তি।