২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বল্পমেয়াদি বন্দীদের জন্য হচ্ছে উন্মুক্ত কারাগার

-

কক্সবাজারের উখিয়ায় প্রস্তাবিত উন্মুক্ত কারাগারের জমি সরেজমিনে পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন।
গত রোববার এই জমি পরিদর্শন শেষে তিনি কক্সবাজার জেলা কারাগারও পরিদর্শন করেন। কারাগার পরিদর্শন গিয়ে তিনি বন্দীদের সাথে কারারক্ষীদের ভালো ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এর আগে শনিবার তিনি শিডিউল অনুযায়ী চট্টগ্রামে প্রস্তাবিত নতুন কারাগারের জমি পরিদর্শন করেন বলে কারা অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যার পর আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, উখিয়ায় উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য সরকার থেকে ২০১৮ সালে ১৬০ একর জমি বরাদ্দ দেয়া হয়েছিল। এটি নির্মিত হলে স্বল্পমেয়াদি বন্দীদের এখানে রাখা হবে। এ ছাড়া যেসব বন্দীর সাজা শেষ হওয়ার পথে তাদেরও এই উন্মুক্ত কারাগারে রাখার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এসব বন্দীকে এখানে রেখে স্কিলড ডেভেলপমেন্ট করানোই উন্মুক্ত কারাগারের মূল উদ্দেশ্য। যেমন মাছ চাষ, সবুজায়নসহ নানা কাজ তারা এখানে থেকে শিখতে পারে। পরবর্তীতে তারা কারামুক্তির পর নিজেরা স্বাবলম্বী হতে পারবে।

কবে নাগাদ এই কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে। এমন প্রশ্নের জবাবে আইজি প্রিজন্স মোতাহের হোসেন নয়া দিগন্তকে বলেন, জমির নামজারী হয়ে গেছে। এখন কারাগারের জায়গা নিয়ে বনবিভাগ থেকে একটু আপত্তি জানানো হয়েছে। এটি নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্মুক্ত কারাগারে ছোট ছোট ঘর থাকবে। বন্দীরা বাউন্ডারীর ভেতরেই থাকবেন। এখানে বন্দীরা অল্প সময়ের জন্য থাকবেন। তবে বন্দীদের মধ্য খুন, ডাকাতি, উগ্রবাদী এই টাইপের কোনো আসামি রাখা হবে না। চুরিসহ যেসব সাধারণ বন্দী আছে তাদের এখানে স্বল্প সময়ের জন্য রাখা হবে।
কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন প্রসঙ্গে আইজি প্রিজন্স নয়া দিগন্তকে বলেন, আমি দায়িত্ব নেয়ার পর এই প্রথম কক্সবাজার জেলা কারাগার ভিজিট করেছি। এই কারাগারটি নানা কারণে সেনসেটিভ। তাই বন্দীদের সার্বিক খোঁজখবর নেয়ার পাশাপাশি কারারক্ষীরা যাতে সচেতন থেকে বন্দীদের সাথে সদয় আচরণ করেন সেভাবে তাদের দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ফরিদগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ কিশোর নিহত

সকল