বকেয়া বেতনের দাবিতে মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পরেন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্ট শ্রমিকদের দাবি, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে।
এ বিষয়ে ডিএমপি মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিন জানান, গতকাল সকাল ৯টার দিকে ইউনিফর্ম টেক্সটাইল নামের একটি গার্মেন্টের শ্রমিকরা মিলি সুপার গেট এলাকার মূল সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে সেখানে যুক্ত হয় আরো কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা।
তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি মূলত সমস্যা ছিল ইউনিফর্ম গার্মেন্টের শ্রমিকদের। মালিকপক্ষ আজ মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে চেয়েছেন। সেটা জানানো হলেও শ্রমিকরা মানছিল না। পরে পুলিশের অনুরোধে রাস্তা থেকে অবরোধ তুলে সরে দাঁড়ায় শ্রমিকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা