ওএসডি করার পরও অফিস করছেন প্রকল্প পরিচালক
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়ার এক সপ্তাহ পেরুলেও এখনো অফিস করছেন মহিলা বিষয়ক অধিদফতরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো: আলমগীর। যুগ্মসচিব মর্যাদার এই কর্মকর্তাকে গত ৭ অক্টোবর ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু, গত ১১ অক্টোবর তার প্রকল্পের কর্মচারীদের নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছেন মো: আলমগীর। এটি সরকারি চাকরি আইন ২০১৮, শৃঙ্খলা ও আপিল বিধি ১৯৮৫ এবং কন্ট্রাক্ট রুলস ১৯৭৯ এবং বিএসআর পার্ট-১ ও পার্ট-২ এর পরিপন্থী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ওএসডি’র পরও অফিস করা এবং প্রকল্প এলাকা পরিদর্শনের বিষয়টি স্বীকার করে মো: আলমগীর গতকাল সন্ধ্যায় জানান, ডিজির (মহিলা অধিদফতর) অনুমোদন নিয়েই টেকনাফে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেছি। এ বিষয়ে মহিলা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কেয়া খানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা