এনআরবি ব্যাংকের ১১টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
এনআরবি ব্যাংক পিএরসি.-এর ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বুধবার (৯ অক্টোবর) ঢাকার প্রিন্সিপাল, উত্তরা এবং ধানমন্ডি শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, সিলেটের প্রধান শাখা ও মেডিক্যাল রোড শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, চট্টগ্রাম প্রধান ও ও.আর নিজাম রোড শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডো, কুমিল্লা, বরিশাল, মৌলভীবাজার এবং নোয়াখালীর পাল্লাবাজার শাখা ইসলামিক ব্যাংকিং উইন্ডোসহ মোট ১১টি উইন্ডোর অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচলকদ্বয় মো: সাকির আমিন চৌধুরী, মো: শাহীন হাওলাদার ও মো: আলী আকবর ফরাজী উল্লিখিত শাখা ব্যবস্থাপকরা ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।