০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

পুঁজিবাজার উন্নয়ন বিএসইসি আজ বসছে ডিবিএর সাথে

-

দেশের পুঁজিবাজারের অবস্থা সঙ্কটাপন্ন। বিনিয়োগকারীরা বেশ শঙ্কিত বাজারে তাদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিয়ে। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি এবং উন্নয়নে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাথে আজ বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে দুই পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ দিকে ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়টি ডিবিএর সেক্রেটারি মো: দিদারুল গনী জানিয়েছেন, বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পরেও যেসব কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া যেসব দুর্বল জায়গাগুলোর জন্য পুঁজিবাজারের কারসাজি ও আস্থার সঙ্কট ছিল, সে বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশীল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, পুঁজিবাজারের ওপর আস্থা বাড়ানো, ব্রোকারেজ হাউজগুলোর তৎপরতা বাড়ানো, পুঁজিবাজারের বিভিন্ন আইন-কানুন সংস্কার, ব্রোকারেজ হাউজগুলোর অন্যায্য ফি ও ব্যবস্থা প্রত্যাহার, বিনিয়োগকৃত অর্থ ফেরত আনাসহ নানা বিষয়ে বিএসইসির সাথে আলোচনা করা হবে। তিনি বলেন, বাজার উন্নয়নে আমরা বিভিন্ন ধরনের দাবি ও সুপারিশ পেশ করেছি। সেগুলোর বিষয়েও আলোচনা হবে।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল