০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`
স্মরণানুষ্ঠানে আজাদী সম্পাদক এম এ মালেক

আসাদ চৌধুরী ছিলেন খাঁটি দেশপ্রেমিক সাহিত্যিক

-

দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক বলেছেন, আসাদ চৌধুরী একজন খাঁটি দেশপ্রেমিক সাহিত্যিক ছিলেন। দেশ ও জাতির প্রতি তার দায়বদ্ধতা ছিল প্রশংসা করার মতো। একজন অতুলনীয় মানবিক মানুষ ছিলেন তিনি। মানুষ হিসেবে বড়ত্ব অনুসরণযোগ্য। আমাদের দেশে গুণীকে কবর দেয়ার সাথে সাথে তার মহৎ কীর্তিকেও কবর দেয়া হয়। ক্বণন তা করেনি। এই অনুষ্ঠান করে তারা চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছে। গুণীর কদর যারা করে তারাও সম্মানিত হয়।

কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ৫ অক্টোবর সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত স্মরণানুষ্ঠানে এম এ মালেক প্রধান অতিথি হিসেবে কথা বলেন। আবৃত্তি শিল্পের শিক্ষক ক্বণন সভাপতি মোস্তাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও চিন্তক চৌধুরী গোলাম রব্বানী এবং খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও নাট্যকার অভীক ওসমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি বিভাগের শিক্ষক, ক্বণন কার্যকরী পরিষদ সদস্য কবি ও আবৃত্তি শিল্পী রুম্মান মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য লেখক ও আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বণন সদস্য আবৃত্তি শিল্পী শুভ্রা চক্রবর্তী। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement