০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

যশোরে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

-

সেবা প্রদানের সব সূচকে গতিশীলতা আনয়ন ও ইতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থান ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে গৃহীত ১০০ দিনের (চলতি বছরের ২৩ সেপ্টেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত) বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গতকাল জয়তী সোসাইটি, যশোরে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা এবং ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো: মোমতাজ উদ্দিন। ব্যবস্থাপনা পরিচালক এ সময়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঋণ আদায় বৃদ্ধি ও খেলাপি ঋণ হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি গ্রাহকসেবার মানোন্নয়নসহ ব্যাংকের কর্মপরিবেশ উন্নয়নের ওপর আলোকপাত করেন। খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খানের সভাপতিত্বে খুলনা, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের সব আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement